Download PDF
Back to stories list

অনেক লম্বা একজন মানুষ ایک بہت لمبا آدمی A very tall man

Written by Cornelius Gulere

Illustrated by Catherine Groenewald

Translated by Asma Afreen

Read by Asma Afreen

Language Bengali

Level Level 2

Narrate full story

Reading speed

Autoplay story


তার নিড়ানি অনেক ছোট ছিল।

اُس کا بیلچہ بہت چھوٹا تھا۔

His hoe was too short.


তার দরজা অনেক নিচু ছিল।

اُس کا دروازہ بہت چھوٹا تھا۔

His doorway was too low.


তার বিছানা অনেক ছোট ছিল।

اُس کا بستر بہت چھوٹا تھا۔

His bed was too short.


তার সাইকেল অনেক ছোট ছিল।

اُس کا سائیکل بہت چھوٹا تھا۔

His bicycle was too short.


এই মানুষটি অনেক লম্বা ছিলেন।

یہ آدمی بہت لمبا تھا۔

This man was too tall!


তিনি নিড়ানির খুব লম্বা একটি হাতল তৈরী করলেন।

اُس نے ایک بہت لمبا بیلچہ بنایا۔

He made a very long hoe handle.


তিনি দরজার অনেক উঁচু কাঠামো বানালেন।

اُس نے ایک بہت اُونچا دروازہ بنایا۔

He made very high door frames.


তিনি অনেক লম্বা একটি বিছানা বানালেন।

اُس نے ایک بہت لمبا بستر بنایا۔

He made a very long bed.


তিনি অনেক উঁচু একটি সাইকেল কিনলেন।

اُس نے ایک بہت اُونچا سائیکل خریدا۔

He bought a very high bicycle.


তিনি একটি অনেক উঁচু চেয়ারের উপর বসলেন। তিনি একটি অনেক লম্বা কাঁটাচামচ দিয়ে খেলেন।

وہ ایک بہت اُونچی کرسی پر بیٹھا۔ اُس نے بہت لمبے کانٹے سے کھانا کھایا۔

He sat on a very high chair. He ate with a very long fork.


তিনি তার বাড়ি ছেড়ে চলে গেলেন এবং একটি বিশাল বনে বাস করলেন। তিনি অনেক বছর বেঁচে ছিলেন।

اُس نے اپنا گھر چھوڑ دیا اور جنگل میں رہنے لگا۔ وہ وہاں کئی سالوں تک رہا۔

He left his house and lived in a big forest. He lived for many years.


Written by: Cornelius Gulere
Illustrated by: Catherine Groenewald
Translated by: Asma Afreen
Read by: Asma Afreen
Language: Bengali
Level: Level 2
Source: A very tall man from African Storybook
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution 3.0 International License.
Options
Back to stories list Download PDF