একটি হাতি পানি পান করতে যাচ্ছে।
ایک ہاتھی پانی پینے جا رہا ہے۔
One elephant is going to drink water.
দুইটি জিরাফ পানি পান করতে যাচ্ছে।
دو زرافے پانی پینے جا رہے ہیں۔
Two giraffes are going to drink water.
তিনটি মহিষ এবং চারটি পাখি পানি পান করতে যাচ্ছে।
تین بھینسیں اور چار پرندے بھی پانی پینے جا رہے ہیں۔
Three buffaloes and four birds are also going to drink water.
পাঁচটি ইমপালা হরিণ এবং ছয়টি বন্য শুকর পানির দিকে হেঁটে যাচ্ছে।
پانچ ایمپالے اور چھ جنگی سور پانی پینے جار رہے ہیں۔
Five impalas and six warthogs are walking to the water.
সাতটি জেব্রা পানির দিকে দৌড়ে যাচ্ছে।
سات زیبرہ بھی پانی کی طرف دوڑ رہے ہیں۔
Seven zebras are running to the water.
আটটি ব্যাঙ এবং নয়টি মাছ পানিতে সাঁতার কাটছে।
آٹھ مینڈک اور نو مچھلیاں پانی میں تیر رہی ہیں۔
Eight frogs and nine fish are swimming in the water.
একটি সিংহ গর্জন করে। সেও পান করতে চায়। কে সিংহকে ভয় পায়?
ایک شیر دھاڑتا ہے۔ اُسے بھی پانی پینا ہے۔ شیر سے کون ڈرتا ہے؟
One lion roars. He also wants to drink. Who is afraid of the lion?
একটি হাতি সিংহের সাথে পানি পান করছে।
ایک ہاتھی شیر کے ساتھ پانی پی رہا ہے۔
One elephant is drinking water with the lion.