Back to stories list
My little brother sleeps very late. I wake early, because I am great!
আমার ছোট ভাই দেরি করে ঘুমায়। আমি ভোরে উঠি কারণ আমি মহান!
My little brother sleeps very late. I wake early, because I am great!
I am the one who lets in the sun.
আমিই সে যে সূর্যকে বরণ করি।
I am the one who lets in the sun.
“You’re my morning star,” says Ma.
“তুমি আমার শুকতারা,” মা বলে।
“You’re my morning star,” says Ma.
I wash myself, I don’t need any help.
আমি নিজে গোসল করি, আমার কারও সাহায্যের প্রয়োজন নেই।
I wash myself, I don’t need any help.
I can cope with cold water and blue smelly soap.
আমি ঠাণ্ডা পানি আর নীল সাবানের বাজে গন্ধের সাথে মানিয়ে নিতে পারি।
I can cope with cold water and blue smelly soap.
Ma reminds, “Don’t forget teeth.” I reply, “Never, not me!”
মা আমাকে মনে করিয়ে দেয়, “দাঁতকে ভুলে যেওনা।” আমি উত্তর দেই, “কখনই না, আমি ভুলি না!”
Ma reminds, “Don’t forget teeth.” I reply, “Never, not me!”
After washing, I greet Grandpa and Auntie, and wish them a good day.
গোসলের পর, আমি দাদা এবং ফুফুকে শুভেচ্ছা জানাই আর তাদের জন্য একটি ভালো দিনের কামনা করি।
After washing, I greet Grandpa and Auntie, and wish them a good day.
Then I dress myself, “I’m big now Ma,” I say.
তারপর আমি নিজে নিজে জামা পরি, “আমি এখন বড় হয়েছি মা,” আমি বলি।
Then I dress myself, “I’m big now Ma,” I say.
I can close my buttons and buckle my shoes.
আমি আমার বোতাম লাগাতে এবং আমার জুতোর ফিতে বাঁধতে পারি।
I can close my buttons and buckle my shoes.
And I make sure little brother knows all the school news.
এবং আমি খেয়াল রাখি যেন আমার ছোট ভাই স্কুলের সব খবর জানে।
And I make sure little brother knows all the school news.
In class I do my best in every way.
আমি ক্লাসে সব কিছুতে ভালো করার আপ্রাণ চেষ্টা করি।
In class I do my best in every way.
I do all these good things every day. But the thing I like most, is to play and play!
আমি প্রতিদিন এই ভাল কাজগুলো করি। কিন্তু যে কাজটি করতে আমি সব থেকে বেশি পছন্দ করি তা হল খেলা এবং খেলা!
I do all these good things every day. But the thing I like most, is to play and play!
Written by: Michael Oguttu
Illustrated by: Vusi Malindi
Read by: Darshan Soni